নানা আয়োজনে কুড়িগ্রামে ঢাকা পোস্টের ২য় বর্ষপূর্তি উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে উদযাপিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবাইদুর রহমান।
বিজ্ঞাপন
এছাড়া সিনিয়র সাংবাদিক ও এখন টিভির প্রতিনিধি মমিনুল ইসলাম মন্জু, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও সাংবাদিক শ্যামল ভৌমিক, বিটিভি ও যুগান্তরের সাংবাদিক আহসান হাবীব নিলু, এটিএন নিউজের প্রতিনিধি ইউসুফ আলমগীর, সময় টিভির প্রতিনিধি বাদশাহ সৈকত, ডিবিসি নিউজের প্রতিনিধি ওহাদুজ্জামান তুহিন, দীপ্ত টিভির প্রতিনিধি ইউনুস আলী, নিউজ ২৪ টিভির প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য, বৈশাখী টিভির প্রতিনিধি খন্দকার মাহফুজুর রহমান, একুশে টিভির প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ঢাকা পোস্টের নানা মানবিক সংবাদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে সাফল্য কামনা করেন বক্তারা।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ বলেন, ঢাকা পোস্ট সারা দেশেই সাড়া জাগিয়েছে। আমি ঢাকা পোস্টের অনেক মানবিক রিপোর্ট দেখেছি, অনেক সুন্দর কাজ করে। কুড়িগ্রামের প্রতিনিধি জুয়েল রানা মানুষের কাছাকাছি গিয়ে রিপোর্টগুলো করেন। ঢাকা পোস্ট আরও এগিয়ে যাক এবং এই অঞ্চলের মাটি ও মানুষের জন্য বেশি বেশি কাজ করুক।
এছাড়া ঢাকা পোস্টের সম্পাদকসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কুড়িগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে তিনি শুভেচ্ছা জানান।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. সাইদুল আরীফ বলেন, আমি ঢাকা পোস্ট পড়ি। আজকের এই দিনে ঢাকা পোস্টের যে অগ্রযাত্রা, আশা করি তা অব্যাহত থাকবে। ঢাকা পোস্ট ভবিষ্যতে আরও সমৃদ্ধি লাভ করবে এই প্রত্যাশা রইলো।
মো. জুয়েল রানা/এমজেইউ