ঢাকা পোস্ট দেশ ও জাতির অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও সমৃদ্ধশালী দেশ গড়ার অঙ্গীকার নিয়ে সংবাদপত্রটি ইতোমধ্যে পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে। ঢাকা পোস্ট সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দ্বার উন্মোচন করেছে যা অনুকরণীয়।

ঢাকা পোস্টের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে নাটোর প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে কেক কেটে ঢাকা পোস্টের তৃতীয় বর্ষে পদার্পণের দিনটি উদযাপন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের নাটোর প্রতিনিধি তাপস কুমার। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিটিভির জেলা সাংবাদদাতা মো. জালাল উদ্দিন, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. দুলাল সরকার, ঢাকা প্রকাশের জেলা প্রতিনিধি মো. কামাল মৃধা, ঢাকা মেইলের জেলা প্রতিনিধি মো. লিটন হোসেন লিমন, রাইজিংবিডির জেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, মাসুদ রানা। 

আধুনিক সমাজ গঠনে ঢাকা পোস্ট তার আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন বক্তারা।  

নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, বর্তমানে দেশে অনলাইন মিডিয়ার ছড়াছড়ি। তবে বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমের সংখ্যা খুবই কম। সেই জায়গায় মানসম্পন্ন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠার মাত্র দুই বছরেই আস্থার গণমাধ্যম হয়ে উঠেছে ঢাকা পোস্ট। পাঠকের প্রত্যাশা পূরণ করে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এ গণমাধ্যমটি। 

নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন বলেন, নানা কারণে গণমাধ্যম এখন চ্যালেঞ্জের মুখে। দেশের শীর্ষস্থানীয় দলনিরপেক্ষ ঢাকা পোস্টও তার ব্যতিক্রম নয়। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে পত্রিকাটি। দলমত নির্বিশেষে সব মানুষের কথা তুলে ধরছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে।

নাটোর প্রেসক্লাবে সাবেক সভাপতি ও বিটিভির জেলা সাংবাদদাতা মো. জালাল উদ্দিন বলেন, সাধারণ মানুষের আস্থার গণমাধ্যম ঢাকা পোস্ট। সত্যের সাথে সন্ধি স্লোগানে জন্মলগ্ন থেকেই ঢাকা পোস্ট সব সময় বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশ করে সাহসিকতার পরিচয় দিয়ে আসছে। আর সেজন্যই পাঠকের মন জয় করে নিয়েছে ঢাকা পোস্ট।

ঢাকা প্রকাশের জেলা প্রতিনিধি মো. কামাল মৃধা বলেন, সত্য প্রকাশে কখনও কারও কাছে মাথা নত করে না ঢাকা পোস্ট। আর মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সাহসের সঙ্গে এই পত্রিকা তার দায়িত্ব পালন করে চলেছে। এ জন্য পত্রিকাটি সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আর এভাবেই ২ বছর পেরিয়ে ৩ বছরে পা রাখল ঢাকা পোস্ট।

ঢাকা পোস্টের সফলতা কামনা করে তিনি বলেন, আগামীতেও ঢাকা পোস্টের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত থাকুক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাটোর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক মঞ্জু-ই মাওলা সাব্বির। 

তাপস কুমার/এনএফ