সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের নরসিংদী জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাইনুদ্দিন ভূইয়া ও সাবেক যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সাদেককে সংগঠনের সকল পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে ফাহিম ভূইয়া অভিকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কার আদেশ প্রদান করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, নরসিংদী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই বিক্ষুব্ধ হয়ে উঠেন ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের গাড়িবহরে হামলা করা হয়। ছাত্রদলের পদবঞ্চিত নেতা মাইনুদ্দিনের নেতৃতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন খায়রুল কবির খোকন। ওই সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা হয়। উভয়পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় ৫ জন আহত হন।

এদিকে হামলার সময় গুলিবর্ষণের অভিযোগ এনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত ছাত্রদল নেতারা। একইসঙ্গে খায়রুল কবির খোকনসহ ১৫ জনের বিরুদ্ধে শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রদল নেতা আহত ফাহিম ও মাহিম। এর আগে ছাত্রদলের জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেন এবং খায়রুল কবির খোকনের বাসভবনে অগ্নিসংযোগ করে।

তবে ছাত্রদলের কমিটি ঘোষণার সময় রাষ্ট্রীয় মামলায় খায়রুল কবির খোকন জেলে ছিলেন বলে তিনি জানান।

এমজেইউ