সাতক্ষীরায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে মো. রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. এম জি আযম এ রায় প্রদান করেন।

মো. রবিউল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার পূর্ব মেহেদীবাগ মাঠপাড়া এলাকার মো. বিল্লাল গাজীর ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যায়, ২০১৩ সালের মে মাসে রাবেয়া খাতুনের সঙ্গে মো. রবিউল ইসলামের বিয়ে হয়। বিয়ের সময় রাবেয়ার বাবা মো. রবিউল ইসলামকে ৩ লাখ টাকার মালামাল দেন। এরপরও রবিউল ইসলাম ১ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী রাবেয়া খাতুনকে নির্যাতন করত। পরবর্তীতে, রাবেয়া খাতুনের বাবা রবিউল ইসলামকে ৭০ হাজার টাকা দেন। বাকী যৌতুকের টাকা না পেয়ে ২০১৪ সালের ৬ জুন সন্ধ্যায় নিজ বসতঘরে রাবেয়া খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পর দিন রাবেয়ার বাবা মো. শহিদুল বিশ্বাস বাদী হয়ে মো. রবিউল ইসলাম, মোছা. রোকেয়া বেগম, মো. বিল্লাল গাজী, হাসান, আসমা খাতুনদের নামে হত্যা মামলা দায়ের করেন। আজ সোমবার সেই মামলায় রবিউল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) জহুরুল হায়দার বাবু জানান, এই হত্যা মামলাটি দীর্ঘ আট বছর যাবত চলমান ছিল। সকল সাক্ষ্যগ্রহণের পরে বিচারক অভিযুক্ত রবিউল ইসলামকে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এ মামলায় অন্য আসামিদের বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

সোহাগ হোসেন/এমজেইউ