বিএনপি নির্বাচনে আসতে ভয় পায় : শাজাহান খান
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি আগামী নির্বাচন হতে দিতে চায় না। কিন্তু আমরা চাই, আগামী নির্বাচন এই নির্বাচন কমিশনের অধীনেই হবে এবং শেখ হাসিনা আবার রাজত্ব করবেন। এই সরকার জনগণের সরকার।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
শাজাহান খান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারকে স্থান দেওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি সরকারের কাছে গ্রহণযোগ্য নয়। আর জনগণের কাছে না হলে আমাদের কাছেও তা গ্রহণযোগ্য নয়। তারা দাঙ্গা হাঙ্গামা মারামারি ছাড়া কিছুই জানে না। বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়।
জেলা সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খানের সভাপতিত্বে হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও পুলিশ সুপার মাসুদ আলম।
প্রসঙ্গত, ৩০ কোটি টাকা ব্যয়ে ২০১৪ সালে ৬ তলা বিশিষ্ট সদর হাসপাতালের কাজ শেষ হয় ২০১৯ সালের নভেম্বরে। দীর্ঘ প্রতিক্ষার পর আজ ৫০টি শয্যা দিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালটি উদ্বোধন করা হলো।
রাকিব হাসান/আরএআর