ফরিদপুরের চরভদ্রাসনে জমি নিয়ে বিরোধের জেরে ওয়াহাব মোল্লা (৪৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওয়াহাবের ভাই ইমারত মোল্লা (৩৬)। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্য শালিপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ওয়াহাব মোল্লা মধ্য শালিপুর গ্রামের বারেক মোল্লার ছেলে। আহত ইমারতকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি জমি নিয়ে ওয়াহাব মোল্লার পরিবারের সঙ্গে তার চাচাতো ভাই আইয়ুব, বক্কার ও মাসুদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য হুমায়ূন শেখ জানান, বুধবার সকালে নিহত ওয়াহাব ও তার ভাই ইমারত বিরোধপূর্ণ জমিতে গেলে প্রতিপক্ষ ওই তিন ভাই দেশীয় অস্ত্র দিয়ে ওয়াহাব ও ইমারতকে কোপাতে থাকে। এতে ওয়াহাব ঘটনাস্থলেই নিহত হন। এসময় ইমারত গুরুতর আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জহির হোসেন/এমজেইউ