ভাড়া বাসা থেকে হিসাবরক্ষকের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়ায় রিমার্ক এইচবি লিমিটেড নামের একটি প্রসাধনী তৈরি কারখানার হিসাবরক্ষক সোহেল রানার (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহেল রানা টাঙ্গাইল জেলার কালীহাতি থানার জগরমান গ্রামের আব্দুল জলিলের ছেলে।
সোহেল রানা ২০২২ সালের ২২ জানুয়ারি ওই কারখানায় হিসাবরক্ষক হিসেবে যোগদান করেন।
বিজ্ঞাপন
আজ রোববার (২২ জানুয়ারি) বিকেলে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় প্রসাধনী কারখানা-সংলগ্ন আবু বক্কর সিদ্দিক মিয়ার তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সোহেল রানা কারখানায় না যাওয়ায় তার সহকর্মীরা তার খোঁজে ভাড়া বাসায় আসেন। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় অনেক ডাকাডাকির পর সন্দেহ হলে জানালা দিয়ে খাটের ওপর সোহেল রানার মরদেহ দেখতে পায় সহকর্মীরা। পরে সংবাদ পেয়ে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার ও প্রাথমিক সুরতহাল শেষে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
গজারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা শোয়েব আলী ঢাকা পোস্টকে বলেন, ভাড়া বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবক একাই থাকতেন বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি কীভাবে মারা গেলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ব.ম শামীম/এমজেইউ