‘ব্ল্যাক ওয়ার’ ছোট-বড় সকলের জন্য : আরিফিন শুভ
মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম-২ ব্ল্যাক ওয়ার’। সিনেমাটি গত ১৩ জানুয়ারি দেশের ৪৪ হলে মুক্তি পেয়েছে। ‘ব্ল্যাক ওয়ার’ টিমের সদস্যরা শনিবার (২১ জানুয়ারি) রাতে খুলনার খালিশপুরে অবস্থিত চিত্রালী সিনেমা হল পরিদর্শন করেছেন। এ সময় উচ্ছ্বসিত দর্শকরা তাদের সঙ্গে ছবিও তোলেন।
সিনেমাটির নায়ক আরিফিন শুভ বলেন, ছোট-বড় সকলের জন্য এই ছবিটা। যদি খুলনার লোকজন এই সিনেমা দেখে, তাহলে ব্ল্যাক ওয়ারকে হিট হওয়া থেকে আর কেউ রক্ষা করতে পারবে না। সবাই হলে আসবেন।
বিজ্ঞাপন
চিত্রনায়িকা সাদিয়া নাবিলা বলেন, আমাদের অনেক কষ্টের ফসল মিশন এক্সট্রিম-২ ব্ল্যাক ওয়ার সিনেমাটি। এই সিনেমা দেখে কেউ হতাশ হবেন না। আমরা অনেক সময় মুভি দেখে বলি হলিউড-বলিউডের মতো হোক বাংলাদেশি সিনেমা। আমি এতটুকু বলতে পারি এই মুভির শুরুতে একটু হলেও আপনারা হলিউডের ফিলটা পাবেন। এই জন্য আপনারা হলে আসবেন, এসে ব্ল্যাক ওয়ার মুভিটি দেখবেন।
তিনি বলেন, খুলনায় আমি প্রথম এসেছি। আমার খুবই ভালো লাগছে। হলের দর্শকদের খুবই ভালো লেগেছে, সবার সাথে ছবি তুললাম। খুলনাবাসীর কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। খুলনাবাসীকে ধন্যবাদ। আমি আবারও খুলনাতে আসবো অন্য কোনো মুভি নিয়ে।
সিনেমাটির স্মরণীয় ঘটনার বর্ণনা দিয়ে সাদিয়া নাবিলা বলেন, এটি আমার তৃতীয় সিনেমা। সিনেমায় অনেক অনেক মজার ঘটনা আছে। দুবাইয়ে যখন শুটিং করছিলাম, দুবাইয়ে গরমে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। এটি একটি স্মরণীয় ঘটনা। অনেক স্মৃতি রয়েছে।
দর্শকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি সিনেমা না দেখেন, আমরা উৎসাহ পাব না সিনেমা বানানোর। আপনারা হলে এসে মুভি দেখছেন সেই জন্যই আমরা অভিনয় করছি, আমাদের আয়ের উৎসটা হচ্ছে অভিনয়। আর আমাদের লেখক, গল্পকার সিনেমা বানাচ্ছেন আপনাদের জন্য। আপনারা যদি হলে এসে সিনেমা না দেখেন তারাও সিনেমা বানাবেন না। আমরাও আমাদের চাকরিটা হারাবো। এটাতো আমাদের কাছে চাকরির মতো। আমরা সবাই সবার জায়গায় কষ্টটুকু করছি। আপনারা হলে এসে সিনেমা দেখবেন, হলগুলোকে টিকিয়ে রাখবেন।
চিত্রালী হলের মালিক তপু খান বলেন, ব্ল্যাক ওয়ার সিনেমাটি দেখে আপনারা মুগ্ধ হবেন। এ ধরনের ছবি যদি আমরা প্রতিনিয়ত পাই তাহলে দর্শক হলে আনতে পারব। দর্শক মুখ ফিরিয়ে নিয়েছিল। এখন আবার দর্শক হলে ফিরছে। অনেক সুন্দর সুন্দর ছবি হচ্ছে। আপনারা হলে আসলে ভালো ভালো সিনেমা হলে আনতে পারব।
আরিফিন শুভর পুলিশি অ্যাকশন থ্রিলার ‘ব্ল্যাক ওয়ার’ প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ। ফয়সাল আহমেদের সঙ্গে যৌথভাবে ‘ব্ল্যাক ওয়ার’ নির্মাণ করেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার।
মোহাম্মদ মিলন/আরএআর