সাংবাদিককে প্রাণনাশের হুমকি, বাবুলকে দ্রুত গ্রেপ্তারের দাবি
টাঙ্গাইলের ভূঞাপুরে ডিলারের গোডাউন থেকে সরকারি চাল জব্দ করার ঘটনায় সংবাদ প্রকাশের জেরে জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টের টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুমকিদাতা চালের ডিলার বাবুলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে টাঙ্গাইল প্রেসক্লাব।
শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি খুবই দুঃখজনক। হুমকিদাতাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।
এ ঘটনায় সাংবাদিক অভিজিৎ ঘোষ ডিলার বাবুলকে আসামি করে ভূঞাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার কুঠিবয়ড়ার চালের ডিলার বাবুল ধুবলিয়া এলাকায় গোডাউন ভাড়া নিয়ে সরকারি চাল কালোবাজারির মাধ্যমে কেনাবেচা করতেন। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ২০০ বস্তা চাল উদ্ধার করে জব্দ করে। এ নিয়ে ভোরে ‘ভূঞাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ২০০ বস্তা সরকারি চাল জব্দ’ শিরোনামে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে চালের ডিলার বাবুল ঢাকা পোস্টের টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন।
অভিজিৎ ঘোষ/আরএআর