পিরোজপুরের কাউখালীতে দৈনিক নয়া শতাব্দীর সম্পাদক মোহাম্মদ নাঈম সালেহীনের ক্রয়কৃত জমিতে দোকান তৈরির নির্মাণ সামগ্রী চুরির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে কাউখালী উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, সদর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের সিএন্ডবি রাস্তার পাশে নাঈম সালেহীনের ক্রয়কৃত জমিতে ৪টি দোকান ঘর তৈরির জন্য রাখা প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। 

এ বিষয়ে কাঠমিস্ত্রি আবুল হোসেন মোল্লা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আমি নিজে লক্ষাধিক টাকার টিন, কাঠ, লোহার নেট ইত্যাদি মালামাল কিনে ওই জায়গায় রেখে দেই। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে কাজে গিয়ে দেখি মালামাল চুরি হয়ে গেছে। এছাড়াও পুরো জায়গাটি কাঁটাতার দিয়ে ঘেরা ছিল, সেই কাঁটাতারও খুলে নিয়ে গেছে চোরেরা। 

কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জানান, আমার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাঁঠালিয়া এলাকায় দৈনিক নয়া শতাব্দীর সম্পাদক নাঈম সালেহীন একটি জমি ক্রয় করে বালু ফেলে ভরাট করেছেন। সেই জমিতে কয়েকটি দোকানঘর নির্মাণের উদ্দেশ্যে লক্ষাধিক টাকার মালামাল ছিল। গতকাল রাতে সেই মালামালগুলো চুরি হয়েছে। এছাড়া পুরো জায়গাটি প্রায় ৫শ থেকে ৬শ গজ কাঁটাতার ও জাল দিয়ে ঘেরা ছিল। সেগুলোও খুলে নিয়ে গেছে।

নাঈম সালেহীনের পরিবারের এক সদস্য জানান, চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 

আরএআর