চাঁপাইনবাবগঞ্জে ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা স্লুইচগেট মাঠে মঙ্গলবার (১০ জানুয়ারি) দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘুঘুডিমা প্রতিভা ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ১০৫টি ঘোড়া অংশগ্রহণ করে। ঘোড়দৌড় দেখতে মাঠে ভিড় করে কয়েক হাজার মানুষ।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় শতজনকে পেছনে ফেলে প্রথম হয়েছে সোনিয়া খাতুন (১৩)। সে গোমস্তাপুর উপজেলার বকলা গ্রামের মতিউর রহমানের মেয়ে। স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণি ছাত্রী সে। ঘোড়দৌড়ের মতো কঠিন প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সোনিয়া। সে যখন ঘোড়ার পিঠে চড়ে মাঠে চক্কর দিচ্ছিল, দর্শকরা তখন করতালি দিয়ে বাহবা জানাচ্ছিল। ঘোড়দৌড়ে মেয়েটির এমন কীর্তি দেখে হতবাক দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।
বিজ্ঞাপন
বিস্ময় বালিকা সোনিয়ার ঘোড়দৌড় দেখতে এসেছিলেন কলেজছাত্রী সামিহা তানজিন। তিনি ঢাকা পোস্টকে বলেন, যেখানেই ঘোড়দৌড়, সেখানেই প্রথম হয় এই মেয়ে। সব সময় সোনিয়ার প্রশংসা শুনি, মনে প্রবল আকাঙ্ক্ষা নিয়ে এই ঘোড়দৌড় দেখতে এসেছি। খেলা দেখে ভালো লাগলো। গ্রামাঞ্চলের মানুষরা ঘোড়দৌড়কে পুরুষদের খেলা বলতো, এই কথাটা যে ভুল তা সোনিয়াকে দেখলেই বোঝা যায়।
সুমন আলী ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে খেলা দেখতে এসেছিলেন প্রায় ৪ কিলোমিটার দূর থেকে। তিনি বলেন, ঘোড়দৌড় দেখতে ভালো লাগে, রঙ-বেরঙের ঘোড়া শুধু দৌড়ায়। এই খেলা দেখে সকলই মুগ্ধ হন। পরিবারের সবাইকে নিয়ে খেলা উপভোগ করলাম। দারুণ খেলা হয়েছে, প্রায় সকলই মাঠে ভালো পারফর্ম করেছে।
সোনিয়াকে ঘোড়দৌড়ের প্রতিযোগিতার বিভিন্ন কলাকৌশল শিখিয়ে দিচ্ছিলেন তার বাবা মতিউর রহমান। সোনিয়ার ভালো কাজগুলোর প্রশংসা করার পাশাপাশি ভুলত্রুটি গুলোর জন্য আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছেন তিনি। কথা প্রসঙ্গে সোনিয়ার বাবা বলেন, মেয়েকে নিয়ে যেখানেই গেছি পুরস্কার নিয়ে বাড়ি ফিরেছি। সবই ওপরওয়ালার ইচ্ছা। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।
ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজকরা জানান, প্রতি বছরই এখানে এই ঘোড়দৌড় খেলার আয়োজন করা হয়। যুব সমাজকে মাদক মুক্ত করতে গ্রাম থেকে চাঁদা তুলে এবারও এই খেলার আয়োজন করা হয়েছে। এ বছর ১০৫টি ঘোড়া অংশ নেয়। এবারের খেলায় প্রথম স্থান অধিকার করেছে সোনিয়া।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজি, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর আলম/আরএআর