জুনে পদ্মা সেতুতে ট্রেন চলবে : রেলমন্ত্রী
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মা সেতু রেল প্রকল্পের সার্বিক কাজের ৭৩ শতাংশ অগ্রগতি হয়েছে। কাজের যে অগ্রগতি হয়েছে তা সন্তোষজনক। আগামী জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে। সেভাবেই কাজ এগিয়ে চলছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেল প্রকল্পের কাজ পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ২০২৪ সাল পর্যন্ত আমাদের রেল প্রকল্পের মেয়াদ আছে। আগেই ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত রেলসংযোগ স্থাপন করা হয়েছে। জুনের মধ্যে ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত কাজ শেষ হবে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেললাইন স্থাপন আমাদের জন্য চ্যালেঞ্জিং একটা কাজ। চ্যালেঞ্জ নিয়েই আমাদের সফলভাবে কাজ করে যেতে হবে।
মন্ত্রী জানান, প্রকল্পের ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৬৯ ভাগ, ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৮০ ভাগ এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। সব মিলিয়ে ৭৩ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। যেহেতু এখন কাজের মৌসুম, তাই দিনরাত কাজ চলছে।
এ সময় উপস্থিত ছিলেন পদ্মা সেতু রেল প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেন, ডেপুটি প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম, প্রকল্প ম্যানেজার ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমাদ, রেলমন্ত্রীর একান্ত সচিব ((উপ-সচিব) মো. মনিরুজ্জামান প্রমুখ।
সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ/জেএস