সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের
সাপের কামড়ে আইনুদ্দিন (৫৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। রোববার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আইনুদ্দিন মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামের মৃত. মঈন উদ্দিনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। পাশাপাশি গ্রাম-গঞ্জে সাপের খেলা দেখাতেন।
বিজ্ঞাপন
পরিবারের সদস্যরা জানায়, প্রতিদিনের মতো রোববার দুপুরে ছাগলের জন্য ঘাস কাটতে মাঠে যান আইনুদ্দিন। সেখানে একটি বিষধর সাপ তাকে কামড় দিলে দ্রুত বাড়ি ফেরেন তিনি। কিছুক্ষণ পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিকেলে নেওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আইনুদ্দিন তিন সন্তানের জনক ছিলেন। দীর্ঘদিন যাবত ফুসফুস জনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, রোববার বিকেলে আহত আইনুদ্দিনকে তার পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করেন। রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। সন্দেহজনক মৃত্যু না হওয়ায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আফজালুল হক/ওএফ