ছাত্রলীগের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না রাহাতের
গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মেহেদী হাসান রাহাত (২২) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় সাইদুর রহমান নামে অপর এক ছাত্রলীগ কর্মী চালক আহত হয়েছেন।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্রীপুর-রাজাবাড়ি সড়কের সাটিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মেহেদী হাসান রাহাত শ্রীপুর পৌর শহরের সাব-রেজিস্ট্রি অফিস এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। রাহাতের মৃত্যুতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ স্থানীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আশরাফুল ইসলাম ওয়াসিম নামে এক যুবলীগ নেতা জানান, গাজীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে জেলা ছাত্রলীগ। ওই অনুষ্ঠানে যোগ দিতে রাহাত, সাইদুরসহ ছাত্রলীগের অনেক নেতাকর্মী গাজীপুর যান। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে রাহাত ও সাইদুর মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি শ্রীপুর-রাজাবাড়ি সড়কের সাটিয়া বাড়ি এলাকায় পৌঁছালে একটি কুকুর মোটরসাইকেলের নিচে চাপা পড়ে। এতে রাহাত ও সাইদুর সড়কে ছিটকে পড়লে একটি গাড়ি রাহাতকে চাপা দেয়। তাদের গুরুতর আহত অবস্থায় রাজেন্দ্রপুর এলাকার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণ।
শ্রীপুর থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিহাব খান/আরএআর