পঞ্চগড়ে নাতনিকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাপায় মারা গেলেন দাদী রহিমা খাতুন (৫০)। এ ঘটনায় তার ছোট্ট নাতনী রাফিয়া আক্তার ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রাফিয়াও।

মঙ্গলবার দুপুরে জেলার বোদা উপজেলার ময়দানদীঘি ইউপির দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রহিমা খাতুন ওই এলাকার পবির উদ্দিনের স্ত্রী আর শিশু রাফিয়া রবিউল ইসলামের মেয়ে। এ ঘটনায় স্থানীয়রা ট্রাক্টর চালক পলাশ চন্দ্র রায়কে (২২) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রহিমা খাতুন ময়দানদীঘি-বাগানবাড়ির রাস্তায় খড়ি সংগ্রহ করছিলেন। এ সময় শিশু নাতনি রাস্তার মাঝ দিয়ে আসার চেষ্টা করে। এ সময় একটি ট্রাক্টর ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু শিশু রাফিয়া সেটি দেখতে না পেয়ে ট্রাক্টরের সামনে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে রহিমা খাতুন ট্রাক্টরের নিচে পড়ে যান। আঘাত পায় রাফিয়াও। পরে তাকে বোদা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে রেফার্ড করেন। পরে ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়ার সময় মারা যায় রাফিয়া।

এ বিষয়ে বোদা থানার এসআই আবু বক্কর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হচ্ছে। আর ট্রাক্টর চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

এসকে দোয়েল/এসকেডি