বছরের প্রথম দিনে চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রোববার (১ জানুয়ারি) সকাল ১০টায় শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। 

এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে সরকারি বই বিতরণ করা হয়। জেলায় বছরের প্রথম দিন নতুন বই পাচ্ছে ৫ লাখ ২১ হাজার ৯৯৬ শিক্ষার্থী।

বই বিতরণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহানাজসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সাধারণ, কারিগরি, মাদরাসা সব মিলে ২ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী নতুন বই দেওয়া হয়েছে। তাদের বইয়ের চাহিদা রয়েছে প্রায় ৪০ লাখ। এর মধ্যে চাহিদা অনুযায়ী প্রায় সব শিক্ষার্থীরদের মাঝে বই দেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন জানান, জেলায় বছরের প্রথম দিন প্রাথমিকের ২ লাখ ৬৪ হাজার ৯৯৬ জন শিক্ষার্থীকে বই দেওয়া হয়েছে। প্রথম শ্রেণিতে ১ লাখ ৫৮ হাজার ৭শ চাহিদা ছিল। পেয়েছে ১ লাখ ৫ হাজার ৮শ টি বই। দ্বিতীয় শ্রেণির ১ লাখ ৫৯ হাজার ৯শ টি বইয়ের চাহিদা মধ্যে পেয়েছে ৫৩ হাজার ৩শ টি বই। আর তৃতীয় শ্রেণিতে ২ লাখ ২৯৯টি বই, ৪র্থ শ্রেণিতে ১ লাখ ৪৩ হাজার ১০৬টি, ৫ম শ্রেণিতে ৩ লাখ ১০ হাজার ৪৮২ চাহিদার মধ্যে পেয়েছে ৩ হাজার ৯০২টি বই। এসব বই শিক্ষার্থীদের মঝে বিতরণ করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে সবগুলো বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।

আনোয়ারুল হক/আরকে