ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে ভাসমান অবস্থায় ৪০ বছর বয়সী এক পুরুষের ও সরাইলে ৪৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আখাউড়া পৌর এলাকার কুমারপাড়া কবরস্থানের পাশের পুকুর ও বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের একটি রাস্তা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এখনও নিহত দুজনের পরিচয় জানা যায়নি।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুল ইসলাম ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন পৃথকস্থানে দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, শুক্রবার সকালে আখাউড়া পৌর এলাকার কুমারপাড়া কবরস্থানে পুকুরের পানিতে ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ ভাসছিল। স্থানীয়রা পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি।
এদিকে সরাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, গত বৃহস্পতিবার সকালে সরাইল উপজেলার শাহবাজপুরের একটি রাস্তার পাশে ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ পড়েছিল। স্থানীয়রা পুলিশকে জানালে, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি।
তারা আরও বলেন, দুজনের মরদেশের পরিচয় শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার ও শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে দুইটি বেওয়ারিশ মরদেহের দাফনকাজ সম্পন্ন হয়েছে বলে জানান বাতিঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আজহার উদ্দিন।
বাহাদুর আলম/আরকে