ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভায় ভোট আজ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলবে আলফাডাঙ্গা পৌরসভা এবং আলফাডাঙ্গা সদর, বুড়াইচ ও গোপালপুর ইউনিয়নে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা পৌরসভায় মোট ৪ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র সাইফুর রহমান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আহাদুল হাসান (জগ), মো. আলী আকসাদ ঝন্টু (নারিকেল গাছ) ও মুন্সী মাহাবুব (মোবাইল ফোন)। এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া, গোপালপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩ জন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইনামুল হাসান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ও ইউপির সাবেক চেয়ারম্যান খান সাইফুল ইসলাম (চশমা) এবং স্বতন্ত্র প্রার্থী রূপালি পারভীন (আনারস)। 

আলফাডাঙ্গা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহরাব হোসেন বুলবুল (নৌকা) স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মাসুদ মাস্টার (চশমা), আব্দুর রাজ্জাক (মোটরসাইকেল), আশিকুর রহমান (আনারস) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শেখ সোবহান (হাতপাখা)।
 
বুড়াইচ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ চেয়ারম্যান প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম মোল্লা (নৌকা), আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে আছেন যুবলীগ নেতা আহসান উদৌল্লা রানা (চশমা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল), ওই ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু (আনারস), মো. তোকাম্মেল হোসেন (টেবিল ফ্যান) ও আবু মুসা (টেলিফোন)।

ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, এ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও প্রভাবমুক্ত হবে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পৌরসভার ৯টি কেন্দ্রে ৯ জন ম্যাজিস্ট্রেটসহ ইউনিয়নগুলোতেও প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। 

প্রসঙ্গত, আজকের এ নির্বাচনে আলফাডাঙ্গা পৌরসভায় ১৩ হাজার ৮৪৯ জন, আলফাডাঙ্গা সদর ইউপিতে ৭ হাজার ৫৫১ জন, বুড়াইচ ইউপিতে ১৬ হাজার ২৭১ জন ও গোপালপুর ইউপিতে ১৩ হাজার ৮৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জহির হোসেন/এফকে