পরনের কাপড় ছাড়া কিছুই নেই তাদের, সব পুড়ে ছাই
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বাড়ির তিনটি ঘর। এ সময় ঘরের সকল আসবাবপত্র ও জিনিসপত্র পুড়ে গেছে। সোমবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দলদলী ইউনিয়নের পোলাডাঙ্গা গ্রামের বাবুল গোয়ালের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোলাহাট উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
বাবুল গোয়ালের ছেলে আওয়াল গোয়াল বলেন, রাত সাড়ে ১০টার পর বাড়িতে আগুন লাগে। এ সময় তাড়াহুড়ো করে বাড়িতে থাকা নারী-পুরুষরা বের হয়ে যায়। গায়ের কাপড় ছাড়া বাড়ির তিনটি ঘর থেকে আর কিছুই বের করতে পারিনি। ঘরে থাকা বিছানা, জিনিস, আসবাবপত্র সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ঢাকা পোস্টকে বলেন, আগুন লাগার পর বাড়ির তিনটি গরু ছাড়া আর কিছুই বের করতে পারেনি তারা। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখেছি, সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। পরিস্থিতি এমন যে, সকালে রান্না করে খাবার খাওয়ার মতো কিছুই নেয়।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ, রান্না করার জন্য হাড়িপাতিল, চাল, ডাল, আলু ও মসলা দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের যাবতীয় তথ্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
ভোলাহাট উপজেলা ফায়ার স্টেশনের কর্মী বিষ্ণুপদ রায় জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলের রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে সাহায্য হিসেবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা করতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জাহাঙ্গীর আলম/আরকে