ঘোড়াশাল আধুনিক ডায়াগনস্টিক সেন্টার

অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দেয়ায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল আধুনিক ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঘোড়াশাল পোস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের চিকিৎসা দেয়ায় ভোক্তা অধিকার আইনে ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল ঘোড়াশাল আধুনিক ডায়াগনস্টিক সেন্টার। সেবার নামে ব্যবসা করে আসছিল তারা। 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, চিকিৎসার নামে ব্যবসা করছে তারা। ডায়াগনস্টিক সেন্টারের ভেতরের পরিবেশ নোংরা। আশপাশের পরিবেশও অস্বাস্থ্যকর।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিন বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব, রিসিপশন ও চেম্বার সবকিছুই নোংরা। প্রাথমিকভাবে মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে ভোক্তা অধিকার আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এএম