নিখোঁজ সালাউদ্দিন কাদের

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর চরে পিকনিকে গিয়ে পানিতে ডুবে মাঞ্জুরী তানভীর নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন তার স্বামী সালাউদ্দিন কাদের। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিগ্রাম পদ্মার চরে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সালাউদ্দিন কাদের রংপুরে উত্তরা ব্যাংকের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। তিনি ছুটিতে গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সিমন্তপুরে আসেন। এরপর পাঁচ ভাই, তাদের স্ত্রী ও সন্তানসহ পারিবারিকভাবে পিকনিকে যান। পিকনিকের রান্না শেষে কয়েকজন নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তারা দুজন তলিয়ে যায়। এসময় স্বজন ও স্থানীয়রা মাঞ্জুরী তানভীরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে এখনও নিখোঁজ রয়েছেন ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদের।

গোদাগাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নবীর উদ্দিন ঢাকা পোস্টকে জানান, নিখোঁজ সালাউদ্দিন কাদেরকে উদ্ধারে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডুবরি দল অভিযান পরিচালনা করেছে। তারা সন্ধ্যা ৭টার দিকে অভিযান স্থগিত করেছেন। আগামীকাল শনিবার আবার উদ্ধার অভিযান শুরু হবে।

গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদেরকে পাওয়া যায়নি। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।

এমজেইউ