ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক আটকে রেখে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ায় এক পরিবহন নেতাকে মারধরের ঘটনায় কুমিল্লা-সিলেট মহাসড়ক আটকে রেখে বিক্ষোভ করেছে স্থানীয় পরিবহন নেতা ও শ্রমিকরা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ভাদুঘর বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়কে বাস ফেলে রেখে অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। ফলে যান চলাচল বন্ধ থাকে মহাসড়কে।
বিজ্ঞাপন
পরে প্রশাসনের হস্তক্ষেপে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ বলেন, মঙ্গলবার রাতে ভাদুঘর বাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিকরা পৌরসভা কর্তৃপক্ষের দেওয়া কয়েকটি বাঁশের খুঁটি তুলে ফেলে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জাকির নামে এক শ্রমিক নেতাকে থাপ্পড় মারেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্দুস। এ ঘটনার প্রতিবাদে মহাসড়কে বাস ফেলে রেখে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রণয় চাকমা জানান, বিষয়টি নিয়ে আগামীকাল বুধবার (২১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বসা হবে।
বাহাদুর আলম/এমএ