খেলা দেখতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু
শ্বাসরুদ্ধকর ফাইনাল। গোল-পাল্টা গোল। এভাবেই এগিয়ে যাচ্ছিল ফ্রান্স-আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ। কাঙ্ক্ষিত গোল উদযাপন করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে মারা যান রাকিব হাসান (২২) নামের এক যুবক।
রোববার রাত সাড়ে ১০টার দিকে যশোরের ঝিকরগাছার বঙ্গবন্ধু পৌর পার্কে এ দুর্ঘটনা ঘটে। ঝিকরগাছা থানার ডিউটি অফিসার মুহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রোববার রাতে বঙ্গবন্ধু পৌর পার্কে বড় পর্দায় ফ্রান্স-আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ দেখার আয়োজন করা হয়। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মেসির গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। সেই গোল উদযাপন করতে গিয়ে অসাবধানতাবশত রাকিব পাশের খালে পড়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাকিব কৃষ্ণনগর গ্রামের ধোপাপাড়ার আসলাম হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ্যান্টনি দাস অপু/যশোর