খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সরকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। সব দপ্তরে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করতে পারলে দুর্নীতি সহনীয় পর্যায়ে আনা সম্ভব।

রোববার  (১৮ ডিসেম্বর) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনার অংশ হিসেবে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের সভা, দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা এবং সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, সরকার অর্থ বরাদ্দ দেয় প্রকল্প বাস্তবায়নের জন্য। এই প্রকল্পের কাজ সঠিক সময়ে শেষ করা বাঞ্ছনীয়। শুধু কথা বললেই হবে না, কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে। খুলনা সিটি করপোরেশনের সকল সেবা অনলাইনে আনার চেষ্টা করা হচ্ছে। নগরবাসী ঘরে বসেই সকল সেবা পাবেন।

তিনি আরও বলেন, খুলনাকে তিলোত্তমা, সুন্দর, পরিবেশসম্মত ও পরিষ্কার-পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। বিশ্বের সেরা পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের খুলনাকে স্বাস্থ্যকর শহরে রূপান্তর করার প্রক্রিয়া চলছে। নগরীকে স্বাস্থ্যকর শহর করতে নাগরিকদের নিয়ম মানতে হবে। সকলের প্রচেষ্টা ছাড়া সুন্দর নগরী গড়ে তোলা সম্ভব নয়।

খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. আমিনুল ইমলাম মুন্না,  অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ, সিটি করপোরেশনের সচিব মো. আজমুল হক প্রমুখ।

মোহাম্মদ মিলন/এমজেইউ