প্রিসিলার উপহার পেয়ে খুশি ঠাকুরগাঁওয়ের শীতার্তরা
দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। ক্রমেই কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের প্রকোপ। হিমালয় পর্বতের পাশাপাশি হওয়ায় এ জেলায় শীতের মাত্রা অনেক বেশি। আর এ শীতকে মোকাবিলা করতে হিমশিম খেতে হয় অসহায়, বৃদ্ধ ও ছিন্নমূল মানুষদের। এবার ঠাকুরগাঁওয়ের শীতার্তদের জন্য শীত উপহার পাঠিয়েছেন ফাতেমা নাজনীন প্রিসিলা।
প্রিসিলা যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত মুখ। পড়াশোনার পাশাপাশি সচেতনতামূলক ভিডিও তৈরি করে এরই মধ্যে আলোচনায় এসেছেন। দাঁড়িয়েছেন অবহেলিত মানুষের পাশে। এবার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের যুগ্ম বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগের মাধ্যমে ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন জেলায় উপহার হিসেবে পাঠিয়েছেন শীতবস্ত্র।
বিজ্ঞাপন
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন জায়গায় থাকা অসহায়, বৃদ্ধ ও ছিন্নমূল মানুষদের মাঝে পর্যায়ক্রমে শীত উপহার হিসেবে পাঠানো মানসম্মত জ্যাকেটগুলো বিতরণ করা হচ্ছে। শীতের সময়ে এমন উপহার পেয়ে অনেক খুশি শীতার্ত মানুষরা।
উপহার পেয়ে প্রতিবন্ধী বৃদ্ধ আনোয়ার হোসেন বলেন, ‘ভালো করে হাঁটাচলা করিবা পারু না। লাঠি ছাড়া মুই অচল। খুব ঠান্ডা লাগেছে মোক। এই জ্যাকেটটা দিয়া এলা ঠান্ডা পালাবে। পিন্দুনি সেই গরম লাগছে। অনেক খুশি মুই। প্রিসিলার ভালো হোক।’
ভ্যানচালক আলতাফুর রহমান বলেন, ‘জ্যাকেটটা অনেক গরম করেছে। এতো ভালো আর এতো দামের জ্যাকেট কোনদিন পিন্দুনি। আল্লাহ ওমার ভালো করুক, ভালো রাখুক।’
নাইটগার্ড রুবেল হোসেন বলেন, সারারাত ডিউটি পালন করতে হয়। এছাড়া শীতের রাতে ডিউটি পালন করতে অনেক কষ্ট হয়। গত বছর একটি জ্যাকেট কিনেছিলাম। সেটা দিয়ে কষ্ট হতো অনেক। এখন একটি নতুন জ্যাকেট পেলাম। বেশ গরম লাগছে। আল্লাহ প্রিসিলা আপুর ভালো করুক।
ঠাকুরগাঁওয়ের সেচ্ছাসেবী সংগঠন জুলুম বস্তির সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগর বলেন, আমাদের জেলায় শীতের মাত্রা অনেক বেশি হয়ে থাকে। ডিসেম্বরের মাঝামাঝি তীব্র শীত জেঁকে বসে। এবারো কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। এ সময়ে শীতার্ত মানুষদের অনেক কষ্ট হয়। আর এ সময়ে প্রিসিলা একটি মহৎ কাজ করেছেন। ভালো মানের জ্যাকেট দিয়ে শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। এটি প্রশংসার দাবি রাখে।
ঢাকা পোস্টের যুগ্ম বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ বলেন, উত্তরের জেলাগুলোতে শীতের প্রকোপ বেশ তীব্র থাকে। বিষয়টি আমি প্রিসিলাকে অবগত করি। প্রিসিলা তার লোকজনের মাধ্যমে আমাদের কয়েকজন জেলা প্রতিনিধির কাছে উপহার হিসেবে শীতবস্ত্র পাঠিয়েছেন। সেগুলো সমাজের অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষদের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।
এম এ সামাদ/এমজেইউ