মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা জনসাধারণকে লাঠি ও ব্যাগ পরিহার করার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। 

তিনি বলেন, সাধারণত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধের প্রধান ফটক। এই সময়টুকু ধৈর্য ধারণ করে সুশৃংখলভাবে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানাই। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে পুলিশ সুপার সাংবাদিকদের এসব কথা বলেন। 

তিনি বলেন, নিরাপত্তা জোরদারে প্রায় সাড়ে তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। পোশাক পরিহিত ছাড়াও সাদা পোশাকে কাজ করছে পুলিশ। স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তার কোনো ঘাটতি নেই 

এ সময় ঢাকা জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাসহ জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের ইনচার্জ উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান উপস্থিত ছিলেন। 

মাহিদুল মাহিদ/আরএআর