কাজে আসছে না ৭০ লাখ টাকার ১১ সেতু, ২০ গ্রামের মানুষের ভোগান্তি
মাত্র ছয় কিলোমিটার সড়ক। সড়কটির বিভিন্ন স্থানে রয়েছে ১১টি সেতু। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে এই সেতুগুলো নির্মাণ করা হলেও বর্তমানে এগুলো মানুষের কোনো উপকারেই আসছে না। উল্টো বেড়েছে দুর্ভোগ। সেতুগুলোর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেতুর ওপর বাঁশের সাঁকো তৈরি করে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। এটি নেত্রকোণার মদন উপজেলার মদন-ফতেপুর সড়কের চিত্র।
স্থানীয়রা বার বার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও কোনো সুফল মিলছে না। কর্তৃপক্ষ কেবল আশ্বাস দিয়েই দায় সারছে। ফলে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ওই সড়কে চলাচলকারী লোকজন প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
বিজ্ঞাপন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নেত্রকোণা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ১৯৯৫-১৯৯৬ অর্থবছরে মদন-ফতেপুর সড়কের বয়রাহালা ও ডালী নদীর ওপরসহ বিভিন্ন স্থানে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে ১১টি সেতু নির্মাণ করা হয়। এই সড়কে সেতু নির্মাণের পর এক যুগ আগে পৌরসভা অংশের দুই কিলোমিটার সড়ক পাকা করা হয়। পৌরসভার অংশটিও এখন বেহাল অবস্থায় রয়েছে। এই সড়কে গাড়ি চলাচল তো দূরের কথা, হেঁটে চলাচল করাও দুষ্কর হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, এক সময় মদন উপজেলার তিয়শ্রী, ফতেপুর ও নায়েকপুর ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের হাজার হাজার লোকজন প্রতিদিন উপজেলা সদরে আসা-যাওয়া করতেন এই সড়ক দিয়ে। কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে সড়কটি বেহাল অবস্থার কারণে অধিকাংশ গ্রামের মানুষ যাতায়াত বন্ধ করে দিয়েছে। স্থানীয় বাগজান, বৈঠাখালী, ভবানীপুর, তিয়শ্রী, ফেকনী, মধুপুর গ্রামের লোকজন প্রতিদিন দুর্ভোগের মধ্য দিয়ে এই সড়কে যাতায়াত করছেন। সড়কের বিভিন্ন স্থানে নির্মিত সেতুগুলোর সংযোগ সড়কে মাটি না থাকায় গাড়ি চলাচল তো দূরের কথা, হেঁটেও চলাচল করা যাচ্ছে না। এতে সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে লোকজন যাতায়াতের জন্য সেতুতে বাঁশের সাঁকো ব্যবহার করছেন। এই দুর্ভোগের মধ্য দিয়েই কাঁধে সাইকেল নিয়ে অনেকেই বাঁশের সাঁকো দিয়ে চরম ঝুঁকি নিয়ে এসব সেতু পার হচ্ছেন।
বর্তমানে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন স্থানীয় কৃষকরা। তারা তিন-চারটি হাওরের ধান ঘরে তুলতে ব্যবহার করছেন এই সড়ক। সেতু পার হতে বাঁশের সাঁকো ব্যবহার করায় ধান কাটার হারভেস্টারসহ মাড়াই মেশিন নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এতে কৃষকদের দুর্ভোগের পাশাপাশি অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে।
স্থানীয় বৈঠাখালী গ্রামের কৃষক জসিম উদ্দিন বলেন, আমাদের গ্রামের লোকজন এই রাস্তা দিয়েই সব সময় চলাচল করে। কিন্তু ১৭-১৮ বছর ধরে সেতুগুলো ব্যবহার করতে পারছি না। সেতু পার হওয়ার জন্য এখন আমরা বাঁশের সাঁকো ব্যবহার করছি। সেতুর দুই পাশে মাটি না থাকায় কৃষি কাজে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমাদের। নির্বাচন এলে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীরা অনেক কথাই বলেন। কিন্তু নির্বাচন চলে গেলে কেউ আর খোঁজখবর নেয় না। দ্রুত সেতুগুলো মেরামত করে চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
স্থানীয় কলেজ পড়ুয়া শিক্ষার্থী সাগর মিয়া বলেন, আমাদের এলাকার দুটি গ্রামের লোকজন একমাত্র এই সড়কটি দিয়েই যাতায়াত করেন। বিকল্প কোনো রাস্তা নেই। তাই কষ্ট সহ্য করেও সবাইকে এই সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের গ্রামে কোনো গাড়ি পর্যন্ত আসতে পারে না। যাদের মোটরসাইকেল বা অটোরিকশা আছে, তারা পৌর সদরে ভাড়া দিয়ে গাড়ি রাখেন। হেঁটে চলাচলের জন্য প্রতি বছর আমরা গ্রাম থেকে টাকা তুলে রাস্তা মেরামত করি।
তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান বলেন, বেহাল সড়ক ও সেতুগুলোর কারণে আমার ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজনকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের বার বার আমরা অবহিত করছি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মদন উপজেলা প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া পিয়াল বলেন, এ বিষয়ে ডিপিপিতে প্রস্তাব দিয়ে রেখেছি। প্রকল্পটি পাস হলেই কাজ শুরু করা হবে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নেত্রকোণার নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম শেখর বলেন, রাস্তাটি হাওরাঞ্চলে হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে পানির কারণে সেতুর দুই পাশের মাটি সরে যায়। সংস্কারের জন্য যে প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে- সে অনুযায়ী বরাদ্দ পেলে রাস্তাটি চলাচলের উপযোগী করা সম্ভব হবে।
জিয়াউর রহমান/আরএআর