রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০
রাজশাহীতে বিভিন্ন অপরাধে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশ ১৪ জন ও জেলা পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামি। বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় রাজশাহী নগর ও জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানানো হয়।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, জেলা পুলিশ অভিযানে চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে। জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের মধ্যে গোদাগাড়ী মডেল থানায় ৪ জন, তানোর থানায় ৩ জন, মোহনপুর থানায় ২ জন, বাগমারা থানায় ১ জন, পুঠিয়া থানায় ২ জন, চারঘাট মডেল থানায় ৩ জন ও বাঘা থানায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ৪ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
রাজশাহী মহানগর থানা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, নগরে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে। যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকসহ গ্রেপ্তারকৃতরা হলেন- মোহনপুর থানা পুলিশ আলফাজ শাহকে ৯০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া নগরে মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত থেকে ৪ গ্রাম হেরোইন, ২৫ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরকে