মাগুরার মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামের কৃষক নূর আলী ফকির। ধার-দেনা করে ১ একর ১০ শতক জমি বর্গা নিয়ে ২ হাজার কলাগাছ রোপণ করেছিলেন। তবে রোববার (১১ ডিসেম্বর) রাতে দুর্বৃত্তরা তার লাগানো ২ হাজার কলাগাছ কেটে দিয়েছে।

কৃষক নূর আলী ফকির বলেন, ‘আমি পরের জমি বর্গাচাষ করে সংসার চালাই। ধার-দেনা করে কত স্বপ্ন নিয়া কলাগাছগুলোকে নিজের সন্তানের মতো পরিচর্যা করতাম। তয় আমার সব স্বপ্নই শ্যাষ অয়ে গেছে। দোষীদের বিচার চায়ে থানায় অভিযোগ দিছি।’

এদিকে সোমবার (১২ ডিসেম্বর) জমি সংক্রান্ত বিরোধের অভিযোগ তুলে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কৃষক নূর আলী ফকির।

প্রতিপক্ষের শওকত হোসেন বলেন, ‘রাতের আঁধারে কে বা কারা কলাগাছ কেটেছে তা জানি না। তবে আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছে।’

মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। থানার তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছেন। এ রকম ন্যক্কারজনক ঘটনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মোহাম্মদ মিলন/এসপি