আইডিইবিতে নির্বাচন পূর্ব মতবিনিময় সভায় হামলা, আহত ৩
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের নির্বাচন পূর্ববর্তী মতবিনিময় সভায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুর রাজ্জাককে (৩৫) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা হলেন- আবু বক্কর ও আহসান হাবিব।
বিজ্ঞাপন
আইডিইবির সদস্য মাসুদ বলেন, আগামী ১৯ ডিসেম্বর আইডিইবির কেন্দ্রীয় কমিটির নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী আইডিইবিতে মতবিনিময় সভা চলছিল। এ সময় ৮-১০ জন বহিরাগত এসে হামলা ও ভাঙচুর চালায়। তারা হামিদ শামসুর রহমানের পক্ষে স্লোগান দেয়। এ ঘটনায় তিনজন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, আগামী ১৯ ডিসেম্বর আইডিইবিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসপি