রাজশাহীতে ৮০ লিটার অ্যালকোহলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার মোহনপুর উপজেলার ধোরশা গ্রামের মৃত এন্তাজুর রহমানের ছেলে মিজানুর রহমান (২২) ও নগরীর খড়বোনা নদীর ধার এলাকার আব্দুল জব্বারের ছেলে মাসুদ রানা (৩৮)।

রোববার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরী পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল আলম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমারপাড়ার পিএন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একজন ব্যক্তি অ্যালকোহলসহ অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এসময় পুলিশ অভিযান পরিচালনা করে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৮০ লিটার অ্যালকোহল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রাজশাহীতে এক বছরে ৩ হাজার ৬৪১ জন যক্ষ্মা রোগী শনাক্ত

গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১টায় কুমারপাড়া এলাকা থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মাসুদ রানা জানায়, উদ্ধারকৃত এসব অ্যালকোহল আব্দুস সালাম ও হান্নান নামের ব্যক্তির। আসামি মিজান এসব অ্যালকোহল তাদের দেওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল।

এই ঘটনায় আসামি আ. সালাম ও হান্নানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।

টিএম