রাজশাহীতে এক বছরে ৩ হাজার ৬৪১ জন যক্ষ্মা রোগী শনাক্ত
রাজশাহী জেলায় গত এক বছরে ৩ হাজার ৬৪১ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু রাজশাহী মহানগরীতেই শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩৬ জন। আর অন্যান্য জেলায় শনাক্ত হয়েছে ২ হাজার ২০৫ জন যক্ষ্মা রোগী।
রোববার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর রাণী বাজারের একটি রেস্টুরেন্টে ‘বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাঁচায় সবাই মিলে’ এ শিরোনামে মতবিনিময় সভায় রাজশাহীর সিভিল সার্জন অফিসার জেলা মেডিকেল অফিসার আবু রব সিদ্দিকী এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, যক্ষ্মা করোনা থেকেও ভয়াবহ। কারণ এটি আস্তে আস্তে মানুষের ক্ষতি করে। একজন যক্ষ্মা রোগী বছরে কমপক্ষে ১০ জন রোগী তৈরি করে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর রাজশাহী জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানুল হক মুন। অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিভিল সার্জনের প্রোগ্রাম অফিসার সাদিকুল নবী, ব্র্যাক এর প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম।
নাটাব একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন যাবৎ যক্ষ্মারোপ নিয়ন্ত্রণে কাজ করে আসছে।
আরকে