নোয়াখালীতে অসহায়দের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীতে দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নোয়াখালীর আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সোনাপুর রেলস্টেশন ও মাইজদী কোর্ট রেলস্টেশনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, পুনাক নোয়াখালীর সভানেত্রী সীমা পারভীন নীশি সোনাপুর ও মাইজদী রেলওয়ে প্ল্যাটফর্মে ভবঘুরে বৃদ্ধা, প্রতিবন্ধী ও অসহাদের মাঝে কম্বল বিতরণ করছেন। শীতবস্ত্র বিতরণের খবর পেয়ে আশপাশ থেকে ছুটে আসে প্রায় শতাধিক নারী-পুরুষ ও পথশিশু। পরে সবাইকে সুশৃঙ্খলভাবে কম্বল তুলে দেন সীমা পারভীন নীশি। কম্বল পেয়ে খুশি দুস্থ শীতার্তরা।
জানতে চাইলে পুনাক সভানেত্রী সীমা পারভীন নীশি ঢাকা পোস্টকে বলেন, পুনাক একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকেই পুনাকের মাধ্যমে দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষদের সহায়তায় সব সময় এগিয়ে আসি। সেই ধারাবাহিকতায় শীতার্তদের এখন ৩০০ কম্বল দিচ্ছি।
তিনি আরও বলেন, প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা যাতে এই মানুষগুলোর জন্য সব সময় এভাবে কাজ করে যেতে পারি। সেজন্য সকলকে পাশে চাই এবং সবার দোয়া কামনা করছি। আমাদের এমন সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলামসহ পুনাকের সদস্যরা উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/এসপি