আর্জেন্টিনার জয়ে সিলেটে সমর্থকদের উচ্ছ্বাস
কাতার বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাইব্রেকারে লাওতারো মার্টিনেজের শট জাল ছোঁয়ামাত্র সারাবিশ্বে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এই উচ্ছ্বাস থেকে বাদ যায়নি সিলেটের আর্জেন্টাইন সমর্থকরাও। জয়ের সঙ্গে সঙ্গে সিলেট নগরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল ও স্লোগান দিতে দেখা যায় আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের।
সরেজমিনে দেখা যায় শনিবার (১০ডিসেম্বর ) ভোর রাত পৌনে ৪টা থেকে নগরের বিভিন্ন রাস্তায় ঢল নামে সমর্থকদের। এ সময় ওসমানী মেডিকেল রোড, জিন্দাবাজার, শেখঘাট, কুয়ারপার, লালাদিঘির পার, জিন্দাবাজার, আম্বরখানা এলাকায় ব্যাপক মিছিল ও শোডাউন দিতে দেখা যায় আর্জেন্টিনার ভক্ত সমর্থকদের।
বিজ্ঞাপন
নগরীর লালাদিঘিরপার এলাকার বাসিন্দা তাহমিদ দিপু বলেন, অনেকেই ভেবেছিল সৌদির সঙ্গে ম্যাচ হারার পর আর্জেন্টিনা আর ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড়রা তাদের সমর্থকদের আবেগকে সম্মান জানিয়ে নিজেদের সেরাটা ঢেলে দিয়েছে। যদিও কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে লিডে থাকার পরও টাইব্রেকারে যাওয়াটা উচিত হয়নি, তারপরও খুশি ম্যাচটা জিতেছে বলে।
একই এলাকার বাসিন্দা শাহজাহান আজীজ ঢাকা পোস্টকে বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার শৈল্পিক ফুটবল পছন্দ করি, তাদের সমর্থন করি। আমার বিশ্বাস ২০১৪ সালের মতো এ বছর আর আর্জেন্টিনা ভুল করবে না।আমি চাই বিশ্বসেরা মেসির হাতেই বিশ্বকাপ উঠুক।
সিলেট নগরীর নবাব রোড এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আর্জেন্টিনার বিজয়ে আমরা উল্লসিত। নিজের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই রাত ৩টায় আমি মিছিল নিয়ে নগরের বিভিন্ন রাস্তায় ও মোড়ে আনন্দ মিছিল করছি। এ বছর মেসির হাতে কাপ উঠবে।
মাসুদ আহমদ রনি/এসকেডি