আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, করোনা মহামারিতে পুরো বিশ্ব দুর্যোগ-দুর্বিপাকে পড়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সব মিলিয়ে বিশ্বে অর্থনৈতিক মন্দা যাচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়। তবে এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসে নেই। তিনি দেশবাসীর কথা ভাবছেন। গরিব-দুঃখীর জন্য কাজ করে যাচ্ছেন। আমি মানুষের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো একটু ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন। বঙ্গবন্ধুকন্যা রাজনীতি করেন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। তিনি মির্জা ফখরুল, রিজভীদের মুখে হাসি ফোটানোর জন্যেও রাজনীতি করেন।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আপনারা যদি মনে করেন পুরো চাঁদপুরই আমাদের দখলে আছে তাহলে আগামী নির্বাচনে জয়লাভ করা যাবে না। নির্বাচনের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে। প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা সবার কাছে পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, দেশের অন্য জেলার তুলনায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে চাঁদপুরের মানুষ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে। তার মানে চাঁদপুর জেলায় আওয়ামী লীগের নেতৃত্ব অনেক শক্তিশালী। এছাড়া বঙ্গবন্ধুর শাসন আমল থেকে চাঁদপুরের কৃতী সন্তানরা বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব করছেন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে চাঁদপুর থেকে একজন হলেও মন্ত্রী হয়। আপনারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন। তিনিও আপনাদেরকে মনপ্রাণ দিয়ে ভালোবাসেন। সারাদেশের প্রতি প্রধানমন্ত্রীর যতটুকু টান আছে তার চেয়ে আপনাদের চাঁদপুরের প্রতি একটু বেশিই রয়েছে। চাঁদপুরে ২০০৮ সাল পর্যন্ত যে উন্নয়ন হয়েছে তার চেয়ে বহুগুণ বেশি উন্নয়ন হয়েছে ২০০৯-২০২২ সাল পর্যন্ত। আপনারা কি আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকে নির্বাচিত করবেন না?

হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আজকের আয়োজন অনেক বড় হয়েছে। অনেক জেলা সম্মেলনও এতো বড় হয় না। কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের চেয়েও চাঁদপুরে আজকের এই সম্মেলনে মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে। তাই বলে অহংকার করা যাবে না। তাই ভেবে নাকে তেল দিয়ে ঘুমানো যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন অহংকার করা যাবে না। যে ব্যক্তি অহংকার করে তাকে কেয়ামতের দিন আল্লাহ পাক ধূলিকণার মতো মাটির সঙ্গে মিশিয়ে দেবেন।

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দেওয়ান নাজিমের সভাপতিত্বে ও উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। এছাড়া আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া, ডা. জেআর ওয়াদুদ টিপু, শিক্ষা ও মানবকল্যাণবিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

আনোয়ারুল হক/এমজেইউ