দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোছা. আঁখি আক্তার রত্না (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। 

রোববার দুপুর ২টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের দিস্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঁখি ওই গ্রামের আকতারুল ইসলামের মেয়ে। 

আঁখির মা রাশেদা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিবেশী রুহুল আমিনের স্ত্রী রোকেয়া খাতুনের সঙ্গে মামলা চলমান রয়েছে। সেই জমিতে আজ দুপুরে প্রতিপক্ষ রোকেয়া খাতুনের লোকজন জোর করে ঘর তোলে। এ সময় আমরা বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে আমার মেয়ে আঁখিসহ ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার মেয়ে আঁখি এইচএসসি পরীক্ষার্থী ছিলো।   

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার ঘটনায় সতত্যা নিশ্চিত করে বলেন, ঘটনার সংবাদ শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রুবেল (২৫) নামে একজনকে আটক রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইমরান আলী সোহাগ/এমএএস