মোহাম্মদ আলী

লাল-সবুজ রঙের পোশাক গায়ে জড়িয়ে এবং মাথায় নৌকা নিয়ে যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশে হাজির হয়েছেন শরীয়তপুরের মোহাম্মদ আলী (৩০)। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে সমাবেশস্থল যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে এসে পৌঁছেছেন তিনি।

মোহাম্মদ আলী সকাল থেকে সমাবেশস্থলে হাতে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রীর অপেক্ষায়।

তিনি জানান, আওয়ামী লীগের প্রতি ভালোবাসা থেকে যেখানেই প্রধানমন্ত্রীর সমাবেশ হয় সেখানেই তিনি নৌকা মাথায় নিয়ে হাজির হন। তার সঙ্গে আলাপচারিতা এবং সেলফি তুলতে ভিড় করে অনেকে।

আজ বৃহস্পতিবার যশোরে আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি ও কর্মযজ্ঞ ইতোমধ্যে শেষ করেছে দলীয় নেতাকর্মী ও প্রশাসন। দলীয় ফোরামে এবং প্রশাসনে চলছে এখন শেষ সময়ের সর্বোচ্চ সতর্কতা। 

দলীয় সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় ব্যানারে ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর এটিই প্রথম জনসভা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোটা যশোর জেলা এখন  নিরাপত্তার চাদরে ঢাকা। নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের স্মরণকালে এটিই সবচেয়ে বৃহত্তম জনসমাবেশ হতে চলছে। বৃহত্তর যশোর জেলাসহ খুলনা বিভাগের ১০ জেলা থেকেও কয়েক লাখ নেতাকর্মী এ সমাবেশে যোগদান করবেন। ফলে এ জনসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে।

এ্যান্টনি দাস অপু/আরকে