কুমিল্লায় গণসমাবেশ ঘিরে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা
বিএনপির কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশের আর মাত্র তিনদিন বাকি। সমাবেশ ঘিরে কুমিল্লা নগরী রূপ নিয়েছে নতুন সাজে, উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপির নেতাকর্মীরা। পোস্টার, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা শহর। ইতোমধ্যে বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা ভিড় করতে শুরু করেছেন সমাবেশস্থল কুমিল্লা টাউনহল মাঠে।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউনহল মাঠে গিয়ে দেখা যায় সজোরে চলছে মঞ্চ তৈরির কাজ। মঞ্চ তৈরির জন্য জমা করা হয়েছে সরঞ্জাম।
বিজ্ঞাপন
দীর্ঘদিন পর সমাবেশের সুযোগ পেয়ে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখে দিয়েছে। নাঙ্গলকোট থেকে আসা বিএনপি নেতা নাসির উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আপনারা জানেন বাংলাদেশে একটি ভোটবিহীন সরকার ক্ষমতা দখল করে আছে। মানুষের ভাতের অধিকার, ভোট দেওয়ার অধিকার সবকিছু কেড়ে নিয়েছে এই সরকার। মানুষের এসব অধিকার ফিরিয়ে দিতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিভিন্ন বিভাগে সমাবেশ করা হচ্ছে। কুমিল্লায়ও সমাবেশ হবে। আমরা দীর্ঘদিন আমাদের সমাবেশগুলো করতে পারিনি। সব মিলিয়ে ভালো লাগছে। তৃণমূলের নেতাকর্মীরা প্রাণ ফিরে পেয়েছে। অন্য যেকোনো সমাবেশের চাইতে কুমিল্লায় জনসমাগম বেশি হবে।
কুমিল্লা মহানগর বিএনপির এক নেতা ঢাকা পোস্টকে বলেন, আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হয়েও মিথ্যা মামলায় জর্জরিত। আমি দীর্ঘদিন কারাভোগ করেছি মিথ্যা মামলায়। এই সরকারকে কুমিল্লার সমাবেশে লালকার্ড দেখাবে জনগণ।
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের একজন নেতা ঢাকা পোস্টকে বলেন, আমাদের নেতাকর্মীরা খুবই উজ্জীবিত। দীর্ঘদিন পর কুমিল্লায় বিএনপির সমাবেশ হচ্ছে। জনস্রোত আটকে রাখা যাবে না, সরকার যত পাঁয়তারাই করুক। কমপক্ষে ৫ লক্ষ লোকের সমাগম হবে কুমিল্লার সমাবেশে বলেও দাবি করেন এই নেতা।
প্রসঙ্গত, আগামী শনিবার (২৬ নভেম্বর) বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই জেলা প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় অন্যান্য নেতারা উপস্থিত থাকার কথাও রয়েছে।
আরিফ আজগর/আরকে