বান্দরবান বিশ্ববিদ্যালয়

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ভবনের লিফটের ভেতর থেকে শিশু গৃহপরিচারিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম সাবেকুন্নাহার (১৩)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা মিলে শিশুটির মরদেহ উদ্ধার করে।

সাবেকুন্নাহারের বাড়ি বান্দরবানের গোয়ালিয়াখোলা এলাকায়। সে ভবনে সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ব্যবসায়ী সোহেলের বাসায় গৃহপরিচারিকার কাজ করত। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত থেকেই ভবনে বসবাসরত ব্যবসায়ী সোহেলের বাড়িতে কাজ করা গৃহপরিচারিকা সাবেকুন্নাকার নামে শিশুটিকে
খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে ভবনের দাড়োয়ান ওপরে ওঠার জন্য লিফটের ভেতরে ঢুকলে ছাদ থেকে রক্ত পড়তে দেখেন। তারপর লিফট চালু হলে হঠাৎ মেয়েটির লাশ লিফটের মেঝেতে এসে পড়ে। এ সময় লিফট থেমে গেলে তিনি ভেতরে আটকা পড়ে চিৎকার করতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা মিলে লিফটের ভেতর থেকে প্রথমে দাড়োয়ানকে উদ্ধার করে। পরে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর গৃহপরিচারিকা  মেয়েটির লাশ উদ্ধার করে।

ভবনের দাড়োয়ান নুরুল আমিন বলে, সকালে লিফটের ভেতরে ঢুকে ওপর থেকে রক্ত পড়তে দেখি। কিছুক্ষণ পর শিশুটির লাশ আমার সামনে লিফটের ভেতরে পড়ে। আমি ভয়ে চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সর্দার মির্জা জহির উদ্দিন জানান, লিফটের ভেতর থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মেয়েটি ভবনে একটি বাড়িতে থেকে গৃহপরিচাকার কাজ করত। লিফটের ভেতর আটকা পড়া দাড়োয়ানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মোহাম্মদ আব্দুর র‌হিম/আরকে