আপনাদের হারাতে আসি নাই : ব্যারিস্টার সুমন
কষ্ট করে হবিগঞ্জ থেকে আপনাদের হারাতে আসি নাই। আমাদের সিলেট-হবিগঞ্জের লোকের বাইরের অভিজ্ঞতা কম। আমাদের সিলেটি মানুষেরা জানেই না বাইরের মানুষরা কি রকম। আজকে আপনারা যে আতিথেয়তা দেখাইছেন এটি আমি সিলেটবাসীর কাছে তুলে ধরতে চাই। আপনাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করতেই আজকে আমি মানিকগঞ্জে এসেছি।
রোববার (১৩ নভেম্বর) বেলা পৌনে ৪ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও রহমত আলী যুব স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির মধ্যকার বঙ্গবন্ধু প্রীতি ফুটবল ম্যাচ শুরু আগে দর্শক ও মানিকগঞ্জবাসীর উদ্দেশ্য ব্যারিস্টার সুমন এসব কথা বলেন।
বিজ্ঞাপন
এসময় বঙ্গবন্ধু প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ১-০ গোলে রহমত আলী যুব স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির চেয়ে এগিয়ে আছে। খেলা দেখার জন্য মাঠের গ্যালারিতে কয়েক হাজার দর্শক ভিড় জমিয়েছে।
সোহেল হোসেন/এমএএস