আ.লীগ এক রাস্তায় বাধা দিলে অন্য রাস্তায় যেতে হবে : মিনু
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, বিজয়ের পতাকা হাতে নিয়ে হাজার হাজার জিয়ার সৈনিক মাঠে নেমেছে। ১৯৭১ সালে যেমন আমরা হানাদার ও পাকিস্তানিদের বিরুদ্ধে নেমে ছিলাম, তেমনিভাবে হাতে লাঠি নিয়ে নেতা-কর্মীদের মাঠে নামতে হবে। ইনশাআল্লাহ এবার আমাদের বিজয় হবেই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেন। প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের হাল ধরবেন। দেশের মানুষ মুক্ত আকাশে নিঃশ্বাস ফেলবে।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মিজানুর রহমান মিনু বলেন, আগামী দিনের ফয়সালা হবে রাজ পথে। হিটলার, আইয়ুব খান, ইয়াহিয়া খানসহ পৃথিবীর সব স্বৈরশাসকের চেয়ে নির্মম হচ্ছে হাসিনা সরকার। তিনি দেশের মানুষকে প্রভু মনে করেন না। তিনি বাহিরের দেশের শক্তিকে প্রভু মনে করেন।
মিনু বলেন, প্রত্যেক জেলা উপজেলায় প্রচার-প্রচারণা চালাতে হবে। আওয়ামী লীগ এক রাস্তায় বাধা দিলে অন্য রাস্তায় যেতে হবে। আমাদের সরকার পতনের আন্দোলন চালিয়ে যেতে হবে।
সমন্বয় সভায় নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান খবির শাহ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, বাবুল চৌধুরী, ফয়সাল আলম আবুল ব্যাপারী প্রমুখ।
তাপস কুমার/আরএআর