জনগণকে অবৈধভাবে ধান মজুত না করার পরামর্শ খাদ্যমন্ত্রীর
জনগণকে অবৈধভাবে ধান মজুত না করার পরামর্শ দিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি আমন মৌসুমে উত্তরাঞ্চলে ধানের সবচেয়ে বাম্পার ফলন হয়েছে। সেইসঙ্গে সরকারি গুদামে চাল যথেষ্ট মজুত আছে। তাই জনগণ অবৈধভাবে ধান মজুত করে যেন কৃত্রিম সংকটের সৃষ্টি না করে।
শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁর মহাদেবপুরে ধানের মাঠ পরিদর্শনে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
খাদ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে খাদ্য ঘাটতি, দুর্ভিক্ষের কোনো কারণ দেখি না। আমি জনগণকে আশ্বস্ত করে বলতে চাই, কেউ যেন এক বছরের জন্য খাদ্য মজুত না করে।
তিনি বলেন, কৃষকরা ধান কাটতে শুরু করেছেন এবং মাড়াইও করছেন। তারা বলছেন, বিঘা প্রতি ২০-২২ মণ ধান পাবে। কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং ভোক্তারা যেন ন্যায্যমূল্যে চাল পায় সেদিকে আমরা যথেষ্ট নজর রাখব।
এ সময় স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
এসপি