ফাইল ছবি

বান্দরবা‌নের লামা উপ‌জেলায় আবারো বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (০৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত চিংসাথুই মারমা (৫০) লামা উপ‌জেলার ফাইতং ইউনিয়নের ফাদুর বাগান মার্মা পাড়ার চিংমং মারমার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ফাইতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ফাদুর বাগান মার্মা পাড়ায় সোমবার দিবাগত রাত সাড়ে ১০টায় বসতবাড়িতে হামলা চালায় বন্য হাতি। এ সময় চিংসাথুই মারমা হাতি সামনে পড়লে হাতি তাকে আছড়ে গুরুতর আহত করে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ইদানিং এলাকায় হাতির আক্রমণ বেড়ে গেছে। বিষয়টি মর্মান্তিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বন্য হাতির আক্রমণে আহত হয়ে ওই ব্যক্তি চকরিয়া হাসপাতালে ভর্তি হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, দুই দিন আগে পার্শ্ববর্তী আজিজনগর ইউনিয়নে বন্য হাতির আক্রমণে দুইজন নিহত ও একজন আহত হয়েছিল। 

এসপি