জনগণই ঠিক করবে কারা দেশ পরিচালনা করবে : খালিদ মাহমুদ
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পঁচাত্তরের পরে এই প্রজাতন্ত্রকে বিদেশি বেনিয়াদের কাছে তুলে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর এই বাংলাদেশ আর কখনো বিদেশি বেনিয়াদের কাছে যাবে না। বাংলাদেশের জনগণই ঠিক করবে কারা দেশ পরিচালনা করবে।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিএনপি শুধু লাখ লাখ মানুষ নিয়ে সমাবেশ করলে হবে না। আপনাদের আদর্শ, লক্ষ্য, নীতি ও পরিকল্পনা কি তা দেশের মানুষের কাছে পরিষ্কার করতে হবে। নয় বছরের শিশু মাইশা, শ্রমিক নেতা ড্রাইভারের সন্তান মুনিরকে হত্যা করেছেন, তাদের কাছে ক্ষমা চাইতে হবে। সাংবাদিকদের হত্যা করেছেন, সাংবাদিক সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমা চাইতে হবে। এদেশে রাজনৈতিক নেতাদের নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। দেশের জনগণ ভাববে আপনাদের প্রতি সমর্থন দেওয়া যায় কি-না।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আপনারা যতই কূটনৈতিক পাড়ায় যান, যতই আমেরিকার কাছে ধরনা দেন, কোনো লাভ হবে না। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ নেবে আমেরিকা নেবে না, ইউরোপ নেবে না। সেই সুযোগ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। পঞ্চাদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানকে ৭২ এর সেই অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। এই প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ, অন্য কেউ নয়। তাই জনগণই ঠিক করবে দেশ কারা পরিচালনা করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ইউসিসিএ লিমিডেটের সভাপতি আলহাজ মো. মাঈন উদ্দীন আহমেদ, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, ওসি আব্দুর রাজ্জাক প্রমুখ।
ইমরান আলী সোহাগ/আরএআর