পদ্মার এক চিতলের দাম সাড়ে ১৭ হাজার টাকা
রাজবাড়ীর সদর উপজেলার গোদার বাজার পদ্মা নদী এলাকায় জালে ১১ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। শুক্রবার (৪ নভেম্বর) ভোরে জেলে সবুজ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে সবুজ হালদার জানান, রাজবাড়ীর গোদার বাজার পদ্মা নদীতে বৃহস্পতিবার রাতে কয়েকজন সহযোগী নিয়ে মাছ ধরতে যাই। রাতে কোনো মাছ না ধরা পড়ায় নদীতে জাল ফেলে বসে থাকি। হঠাৎ শুক্রবার ভোরের দিকে জালে জোরে একটা ধাক্কা মারলে বুঝতে পারি জালে বড় মাছ ধরা পড়েছে। পরে জাল তুলে দেখতে পাই বিশাল আকৃতির একটি চিতল মাছ ধরা পড়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, চিতল মাছটি সকাল ১১টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখের কাছে নিয়ে যাই। শাহজাহান শেখ মাছটি আমার কাছ থেকে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ১৭ হাজার ৬০০ টাকায় কিনেছেন।
দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মো.শাহজাহান শেখ বলেন, সকালে আমি খবর পাই রাজবাড়ীর গোদার বাজার পদ্মায় এক জেলের জালে বিশাল একটি চিতল মাছ ধরা পড়েছে। পরে তার সাথে যোগাযোগ করে মাছটি মোট ১৭ হাজার ৬০০ টাকায় কিনে নিয়েছি। কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ১০০ টাকা লাভ রেখে বিক্রি করেছি।
মীর সামসুজ্জামান/আরকে