৩৬ ঘণ্টা আগেই বরিশালে বিএনপির সমাবেশস্থল লোকে লোকারণ্য
বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশের নির্ধারিত সময়ের কমপক্ষে ৩৬ ঘণ্টা আগেই নেতাকর্মীদের ঢল নেমেছে বঙ্গবন্ধু উদ্যানে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে এই চিত্র দেখা গেছে।
নেতৃবৃন্দ বলছেন, সড়ক, নদীপথ বন্ধ করে দেওয়ার প্রত্যুত্তর হিসেবে নেতাকর্মীরা আগেই সমাবেশস্থলে এসেছেন। বর্তমানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ নেতাকর্মীদের উজ্জীবিত করতে আলোচনা সভা করছেন। এতে বক্তব্য দিচ্ছেন দলেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
অনানুষ্ঠানিক এ সভায় উপস্থিত রয়েছেন, গণসমাবেশ প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারী বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর বিএপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল ইসলাম জাহিদ, জেলার আহ্বায়ক মজিবর রহমান নান্টুসহ জেলা, উপজেলার নেতাকর্মীরা।
বক্তারা বলছেন, বরিশালবাসী প্রমাণ করে দিয়েছে তারা এই অবৈধ সরকার আর চায় না। যার নজির এই মাঠে। সমাবেশ শুরুর আগেই হাজার হাজার নেতাকর্মীতে পূর্ণ হয়ে গেছে এই মাঠ। এতে সরকার ভয় পাচ্ছে। এজন্য আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করছে। আমরা বলতে চাই, হামলা করে লাভ নাই। গণতন্ত্র পুনরুদ্ধার করে এবার মানুষ ঘরে ফিরবে।
এছাড়া মাঠের বিভিন্ন প্রান্তে দলে দলে মিছিল-স্লোগান দিতে দেখা গেছে।
সৈয়দ মেহেদী হাসান/এমএএস