৩ বছরের সাজা এড়াতে আত্মগোপনে ২২ বছর
টাঙ্গাইলের বাসাইলে ঋণের টাকা আত্মসাতের মামলায় তিন বছর সাজা এড়াতে আত্মগোপনে ২২ বছর কাটিয়ে দিয়েছেন দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি। তবে শেষ রক্ষা হয়নি তার। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ঠাঁই হয়ে কারাগারে।
গ্রেপ্তার দুলাল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা কমলা পাড়ার আব্দুল হালিম মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
শনিবার (১৫ অক্টোবর) ভোর রাতে টাঙ্গাইল শহরের আদালতপাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বাসাইল থানা পুলিশ।
জানা গেছে, সাজাপ্রাপ্ত দুলালের বিরুদ্ধে ২০০১ সালে দণ্ডবিধি ৪২০ ধারায় সিআর মামলা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। এই মামলায় ২০০৪ সালে আদালত তাকে তিন বছরের সাজা প্রদান করেন। আদালতে মামলার রায় শোনার পর তিনি তার নাম দুলাল মিয়া পরিবর্তন করে এম জামান ব্যবহার করে সিঙ্গাপুরে পাড়ি জমান। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি তিনি দেশে ফিরেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুলাল প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ ঋণ নিয়ে আত্মসাৎ করে। এ মামলায় তার তিন বছরের সাজা হয়। মামলার পর তিনি নাম পরিবর্তন করে দেশের বাইরে চলে যান। দেশে ফেরার তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিজিৎ ঘোষ/এসকেডি