মাধবপুরে অবৈধভাবে আনা ভারতীয় প্রসাধনীসহ আটক ৭
হবিগঞ্জের মাধবপুরে চোরাইপথে আনা ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত ২টায় উপজেলার বহরা ইউনিয়নের আখড়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে বিজিবির মনতলা বিওপি তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৬০০ রুপি ও একটি ইজিবাইক জব্দ করা হয়।
আটক হওয়া অভিযুক্তরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার-মানিকচর গ্রামের মৃত আব্দুল বাছিরের ছেলে মো. হাবিবুল্লাহ (২৭), জাহানাবাদ গ্রামের মো. মাসুম মিয়া (২৮), সুলতানগঞ্জ এলাকার মো. মেহেদী হাসান (১৮), পরেংপুর গ্রামের মো. সাকিল খান (১৯), নরসিংদী এলাকার তন্ময় (২৪), মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের মো. আয়নাল উদ্দিন (৩৫) ও একই গ্রামে আশিকুল ইসলাম (২৬)।
বিজ্ঞাপন
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এসব কসমেটিকস মাধবপুর সীমান্ত এলাকা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা হয়েছিল। সীমান্ত থেকে অটোরিকশা করে নিয়ে যাওয়ার পথে বিজিবি অভিযান চালিয়ে এসব প্রসাধনী জব্দ করে। আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসকেডি