গোপালগঞ্জের মুকসুদপুরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় সিরাজ শেখ (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার রাঘদী ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিরাজ শেখ ওই এলাকার মৃত তোবারক শেখের ছেলে ও উপজেলার রাঘদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হাসানের চাচাতো ভাই।

নিহতের স্বজনরা ঢাকা পোস্টকে বলেন, নিহতের এক ছেলে প্রবাসে ও এক ছেলে ঢাকায় থাকার কারণে স্ত্রীর মৃত্যুর পর একমাত্র মেয়েকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করে আসছিলেন সিরাজ শেখ। প্রতিদিনের মতো তিনি শনিবার ভোর রাতে বাড়ির পাশে মসজিদে নামাজ পড়তে বের হয়। 

এ সময় বাসা থেকে কিছুটা দূরে গেলে কয়েকজন তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে ওই ইউনিয়নে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগেও পৃথক চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকায় দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও নির্বাচনী সংঘাতের কারণে এলাকা প্রায় পুরুষশূন্য থাকে।

মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের মাথায়, পিঠ ও হাতে জখম রয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

আশিক জামান/এসপি