নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে আগুন লেগে ২০টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। বাজারের নৈশ প্রহরীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন। খবর পেয়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় তারা।

মহেশগঞ্জ বাজারের দীপঙ্কর স্টোরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাস ঢাকা পোস্টকে বলেন, মুদি বাজারের পাইকারি মার্কেট এটি। এখানে অনেক মালামাল ছিল। চালের গুদামসহ অসংখ্য দোকান রয়েছে। প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূইয়া বলেন, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায়  এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। তিনটি ইউনিটকে ফেরত পাঠানো হয়েছে। একটি ইউনিট এখনো কাজ করছে।

তিনি আরও বলেন, কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

হাসিব আল আমিন/এসপি